![]() | MMonir Trainer 2 years ago |
#হালাল_বিনোদন
বউঃ দেখো, পাশের বাসার সাব্বির একটা ৫০ ইঞ্চির টিভি কিনেছে।
তুমিও একটা কিনে আনো..!
স্বামীঃ প্রিয়তমা জার কাছে তোমার মতো সুন্দরী বউ আছে,,সে কেনো ফালতু টিভি কিনে সময় নষ্ট করবে.?
বউঃ ওহ, তুমি না
যায় তোমার জন্যে খাবার নিয়ে আসি!
২য় দিন:
বউঃ হ্যাঁ গো তুমি আমার জন্মদিন কি করে ভুলে গেলে.?
স্বামীঃ কি করে তোমার জন্মদিন মনে রাখি বলো,
তোমাকে দেখে মনে হয় না,, তোমার এত বয়স বেড়ে গেছে!
বউঃ সত্যি
যাই, একটু স্পেশাল চা করে আনি!
৩য় দিন:
স্বামী স্ত্রীতে ঝগড়া চলছে,
বউঃ আমি পুরো ঘর সামলাই,
রান্নাঘর সামলাই,
বাচ্চাদের সামলাই,
তুমি কি করো..?
স্বামীঃ আমি নিজেকে সামলাই,
তোমার নেশা ধরানো চোঁখ দু'টো দেখে,
চোঁখ নয় যেন দুটি শুক তারা,
পলকে পলকে হয়ে যায় দিশেহারা,
ভ্রু দু'টো কৃষ্ণ গোলাপের পাপড়ি,
মন কেড়ে নেই দিবা শর্বরী!
বউঃ (লাজুক চোখে), তুমি না একটা খুব দুষ্টু
কি সাংঘাতিক
Alert message goes here